Doinik Bangla Khobor

গাজীপুর টঙ্গীর আত্মমানবতার আরেক নাম মোঃ তারিকুল ইসলাম ও রাকিবুল হাসান

মোছাঃ ববিতা আক্তার :
গাজীপুরের অদূরে টঙ্গী আটারকল , রবিবার বিকেল তিনটায় ব্যক্তিগত নিজ উদ্যোগে আত্মমানবতার সেবায় এগিয়ে এলেন সমাজসেবক , বাড়ির মালিক,তরিকুল ইসলাম ও রাকিবুল হাসান সামাজিক নিরাপত্তা ও সার্বিক দুরত্ব বজায় রেখে মধ্যরাতে কর্মহীন ও ক্ষুদার্ত পরিবারের পাশে দাড়ান। ৫০০ পরিবারের কাছে এই খাদ্য সামগ্রী পৌছে দেন। সমাজসেবক তরিকুল ইসলাম বলেন করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে যখন স্থবিরতা তখন খেটে খাওয়া মানুষগুলি তাদের পরিবারের আহারের যোগান দিতে দিশেহারা, এমন অবস্থায় দল- মত,ধর্ম,জাতি নির্বিশেষে ক্ষুদার্ত পরিবারের পাশে দাড়ানোর কর্মসুচী নেয়া হয়।সেই কর্মসূচির ১ম ধাপে গত শনিবার ২০০ পরিবারকে এবং ২য় ধাপে ৩০০ পরিবারের মাঝে খাবার বিতরন করা হয়।সেখানে প্রতিটি পরিবারের জন্য৫-৭ দিনের খাবার রয়েছে। পাশাপাশি সকলকে স্ব স্ব অবস্থান থেকে সকলের পাশে থাকার জন্য অনুরোধ করেন, অপরদিকে মোঃ রাজিবুল হাসান , বলেন পরিবার প্রত্যেক মানুষকে করোনায় আতঙ্কিত না হয়ে, সতর্ক থাকার পরামর্শ দিয়ে তাদের সাধ্যমতো অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবেন।