খুলনা পাইকগাছার ১৪৪ ধারা দখল দেখাতে প্রতিপক্ষদের বিরুদ্ধে বসত বাড়ীও রান্না ঘর ভাংচুরের অভিযোগ

অপরাধ

মোঃ খাইরুজ্জামান সজিব :
গত-২৮ শে আগস্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার পঁশ্চিম ঘোষ পাড়ায় ১৪৪ ধারা দখল দেখাতে প্রতিপক্ষরা বসত বাড়ীও রান্নাঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। এসময় বাঁধা দিলে এক নারী কে বাঁশি দিয়ে মেরে আহত করে। বরিবার সকাল সাড়ে- ৭ টায় এ ঘটনা ঘটে বলে পৃথক পৃথক ভাবে জানা যায়। পরিবারের লোকজন -৯৯৯ ফোন করলে সাথে পুলিশ ঘটনা স্থলে হাজির হয়ে পরিদর্শন করেন। এ ঘটনায় পাইকগাছা থানায় সাধারন হয়েছে।
এ অভিযোগে আরো জানা গেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নের পঁশ্চিম ঘোষ পাড়া তপন ঘোষের সাথে এবং স্থানীয় শংকর ঘোষের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। ভূক্তভোগী তপন ঘোষ জানান আমি বাড়িতে না থাকার সুযোগে শংকর ঘোষ ও ব্রজেন ঘোষের নেতৃত্বে, হরিদাশ সুনিল ঘোষ কালি দাশ ঘোষ, সুব্রত ঘোষ সহ-১০/১২ জনের একটি ভূমি দস্যু দল আমার বসত বাড়ীও রান্নাঘর ভাংচুর করে। এসময় আমার স্ত্রী খুকু মনি রানী(৫৫) ভূমিদস্যু দলকে বাঁধা দিলে তাঁরা আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গুরুত্বর আহত করে। তিনি আরো জানান বাড়ীর একটি ঘর বাঁধা নিয়ে প্রতিপক্ষরা পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর কাছে ১৪৪ ধারা জারী জন্য আবেদন করেন। সে অনুযায়ী গত-২৫ শে আগস্ট ইউনিয়ন ভূমি সহকারী তহশিলদার সরজমিনে সেখানে যান রিপোর্ট দেওয়ার আগেই প্রতিপক্ষ ভূমিূস্যুর দল শংকর ঘোষ, ব্রজের ঘোষের নেতৃত্বে রবিবার সকাল – ৭ টার দিকে আমার বাড়িতে হামলা চালায়। এ বিষয় ভূমিদস্যু শংকর ঘোষ বলেন আমাদের জায়গা তাঁরা জোর পূর্বক ভাবে ঘর বেঁধেছে। তাই আমরা দলবল নিয়ে এসে ঘর ভেঁংয়ে দিয়েছি। এ বিষয় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান আসলে ঘর ভেংঙ্গে দেওয়া মোটেও উচিৎ হয়নি আমার থানায় সাধারন ডাইরী হয়েছে তদন্ত করে যথাযথ আইনগত ব্যাবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published.