Doinik Bangla Khobor

খুলনা জেলা যুবলীগের সম্মেলনে জনপ্রিয়তার শীর্ষে সাঃ সম্পাদক পদপ্রার্থী দেব দুলাল বড়ই বাপ্পি

মোঃ রিয়াজ উদ্দীন :
আগামী ২৪ শে জানুয়ারি খুলনা জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে এই মর্মে বিভিন্ন প্রচার প্রচারণা ইতিপূর্ব থেকে শুরু হয়েছে। এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ভেতর ব্যাপক প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জেলার সম্ভাব্য প্রার্থীরা দলীয় পদ পদবী পাওয়ার কথা মাথায় রেখে উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করার কথা শোনা যাচ্ছে। তবে অধিকাংশ তৃণমূল নেতাকর্মীদের দাবি যারা বিগত দিনে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছিল এমন জনবান্ধব নেতাদের দায়িত্ব দেয়া হোক যাতে তাদের প্রাণের সংগঠন আরো শক্তিশালী হয়। অধিকাংশ নেতাকর্মী বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই জেলা যুবলীগের সম্মেলনে সাবেক খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি দেব দুলাল বাড়ি বাপ্পি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯৫ সালে স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে রাজধানীর হাতেখড়ি দেন। তিনি ২০০১ সালে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। সাবেক এই ছাত্র নেতা ২০০৩ সালে খুলনা মহানগর ছাত্রলীগ এর সদস্য নির্বাচিত হন এবং পুনরায় ২০০৪ সালে মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে জামাত শিবির ও ছাত্রদলের ক্যাডারদের প্রতিহত করে ছাত্রলীগের নেতাকর্মীদের হৃদয়ে জায়গা করে নেন যার ফলশ্রুতিতে ২০১০ সালে খুলনা মহানগর ছাত্রলীগের সম্মেলন এর মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হন। এ সময় তিনি সংগঠনকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন ক্যাম্পাস থেকে শিবির ও ছাত্রদলের বিতাড়নসহ কলেজের পরিবেশ ও শৃঙ্খলা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।তার হাত ধরে খুলনা মহানগর ছাত্রলীগের প্রতিটি ইউনিট একটি শক্তিশালী সংগঠন হিসেবে রুপ ধারণ করে। তিনি ২৫ বছরের রাজনৈতিক জীবনে তার সংগঠনের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন। এক্ষেত্রে দলীয় তৃণমূল নেতাকর্মীরা মনে করেন বর্তমানে শক্তিশালী দলটি যদি বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করে তবে দেব দুলাল বড়ই বাপ্পিই সাধারণ সম্পাদক পদ পাওয়ার যোগ্য। রাজপথ কাঁপানো স্বৈরাচারী, জামাত বিএনপি সরকার হটানো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় যার নাম উঠে আসে সাবেক ছাত্রনেতা ও বর্তমান জেলা যুবলীগ নেতা এই দেব দুলাল বাড়ই বাপ্পীর নাম। এই সম্মেলন বিষয়ে দেব দুলাল বাড়ই বাপ্পী বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা মুজিব আদর্শের, বঙ্গবন্ধুর রাজনৈতিক ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার দল করি। তিনি আরো বলেন, আমার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রাজনীতির অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি ও শেখ সালাউদ্দিন জুয়েল এমপি এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল ভাইয়ের নেতৃত্বে আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠন এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে সংগঠনকে গতিশীল করার লক্ষে দলীয় সকল কর্মকাণ্ডে অংশ গ্রহণ করেছে, খুলনা জেলা আওয়ামী যুবলীগের কমিটি গঠনের ক্ষেত্রে সেই সমস্ত ত্যাগী কর্মিদের আমার রাজনৈতিক অভিভাবকেরা মূল্যায়ন করবেন। আগামী ২৪ শে জানুয়ারী ২০২৩ সালে খুলনা জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে আমি দেব দুলাল বাড়ই বাপ্পী খুলনা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার বিশ্বাস এই সম্মেলনের মাধ্যমে নেতারা আমার অতীত সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতি বিবেচনা করে আমাকে নির্বাচিত করবেন।