Doinik Bangla Khobor

কুমিল্লা সদর দক্ষিনকে নিরাপদ রাখতে পুলিশ-জনতার যৌথ পাহারা

মামুন মজুমদার :
কুমিল্লায় গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে পুলিশ সুপার ফারুক আহম্মেদের উদ্যোগে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কার্যক্রম শুরু হয়েছে।এরই ধারাবাহিকতায় নিরাপদ রাখার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ পালন করছে
কুমিল্লা সদর দক্ষিন মডেল থানা।বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে সদর দক্ষিন মডেল থানার অন্তর্গত বারপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামে পুলিশ-জনতার যৌথ পাহারার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলিশের সাথে এ কার্যক্রমে অংশ নেয়।
এ কার্যক্রমে উপস্থিত থেকে
কুমিল্লা সদর দক্ষিন সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল বলেন,আমাদের জনবল সংকট দীর্ঘদিনের। তবে এই সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ পুলিশ। যে সমস্যাই থাকুক আমরা প্রতিজ্ঞাবদ্ধ জনগণের নিরাপত্তা দেব। তাই সাধারণ জনগণকে পুলিশের সাথে সম্পৃক্ত করে ডাকাতি প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগের সফলতা সাধারণ মানুষ পাবে এবং সদর দক্ষিন
হবে ডাকাতিমুক্ত ।
এ সময় সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী বলেন,আমাদের জনবল কম তাই চুরি ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপার স্যার জনগণকে পুলিশের সাথে সম্পৃক্ত করে এই পরিকল্পনা গ্রহণ করেছেন, যেন কোনভাবেই সদর দক্ষিন মডেল থানায় চুরি- ডাকাতি না হয়।এতে চুরি-ডাকাতি যেমনি কমবে, তেমনি পুলিশ ও জনতার মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে।