কুমিল্লা মাদক সম্রাঙ্গী খুধু ও তার দ্বিতীয় স্বামী সোর্স হানিফ গ্রেপ্তার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বারপাড়া কৃষ্ণপুুর (চোরাবাড়ি),মাদক সহ হাতেনাতে ধরা খেলেন মাদক সম্রাগী খোদেজা বেগম (খুধু) ও তার দ্বিতীয় স্বামী পুলিশের সোর্স মোঃ হানিফ।

যানা যায়,গতকাল বিকেল আনুমানিক সময় ৪টায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল পূর্ব পরিকল্পনা অনুযায়ী কুমিল্লা আদর্শ সদর উপজেলা বারপাড়া কৃষ্ণপুর(চোরাবাড়ী) এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাগী খোদেজা বেগম (খুধু)৪০ স্বামী মোঃ হানিফ, ও তার দ্বিতীয় স্বামী পুলিশের সোর্স মোঃ হানিফ ৪৫ পিতা মৃত্যু আলী আকবর,৪০ পিচ ইয়াবা সহ আটক করেছে।আরো যানা,আসামি খোদেজাকে খুধুকে মোবাইল কোর্টে সাজা দেয়া হয় এবং মাদক বিক্রেতা ও সেবন কাঁড়ি সোর্স হানিফকে মাদক আইনের নিয়মিত মামলা দেয়া হয়।এবিষয়ে বারপাড়া ও বারপাড়া কৃষ্ণপুর এলাকার লোকজন সাংবাদিকদের বলেন।এই সব মাদক বিক্রেতাদের জন্য নষ্ট হচ্ছে যুব সমাজ, এই করোনা মহামারীতে স্কুল বন্ধ থাকায়, স্কুল পড়ুয়া ছাত্র দেরকে কুপরামর্শ দিয়ে মাদক বিক্রের জন্য লেলিয়ে দিয়ে আসছেন সোর্স হানিফ।এর পর মাদকে আসক্ত হয়ে পড়ছেন স্কুল পড়ুয়া ছাত্ররা। মাদকের টাকার জন্য চুরি চামারি বেড়েই চলছে। খেসারত দিতে হচ্ছে মা বাবাকে।তাছাড়া এই সোর্স হানিফকে কেউ কিছু বলার সাহস পায়না। এখন মাদক কারবারিরা পুলিশের আওতায় আসাতে এলাকার লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।এখনো যারা ধরাছোঁয়ার বাহিরে তাদেরকে আইনের আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published.