Doinik Bangla Khobor

কুমিল্লা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় বার শ্রমিকদের ধান কাটতে পাঠানো হয়

কুমিল্লা মহানগর প্রতিনিধি :
২৫এপ্রিল শনিবার সকালের দিকে নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ৪৬ জন কৃষি লাইনে দাড়িয়ে আছেন। তাদের প্রত্যেকের হাতে মাস্ক হ্যান্ড, সেনিটাইজার, পর্যাপ্ত খাবার ও পানি দেয়া হয়। পরে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এবং জেলা প্রশাসক আবুল ফজল মীর কৃষি শ্রমিকদেরকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। পরে কৃষি শ্রমিকরা তাদের কৃষি যন্ত্রপাতি নিয়ে বাসে আহরন করেন।
এরপর পুলিশ সুপার, কুমিল্লা সাংবাদিকদের বলেন, মাঠে এখন ধান পেঁকে আছে। মাঠ থেকে ধান সংগ্রহ করা প্রয়োজন। তাই করোনা সংক্রমনের এই সময়ে কৃষি শ্রমিক সংকট দূর করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র ভূমিতে ধান কাটার জন্য কৃষি শ্রমিক পাঠিয়েছি। পর্যায়ক্রমে আরো কৃষি শ্রমিক পাঠানো হবে। দূর্যোগ পরবর্তী সময়ে যেন খাদ্য সমস্যা না দেখা দেয় সে লক্ষ্যই আমাদের এই উদ্যোগ। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।