Doinik Bangla Khobor

কুমিল্লা কলেজ থিয়েটারের একযুগ পূর্তিতে চাঁদ পালঙ্কের পালা মঞ্চায়ন

হালিম সৈকত, কুমিল্লা থেকে :
কুমিল্লায় কুমিল্লা কলেজ থিয়েটারের একযুগ পূর্তি উদযাপন। ১ জুলাই শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ ও কলেজ থিয়েটারের পৃষ্ঠপোষক প্রফেসর মোঃ বাহাদুর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের
ড. সৈয়দ মামুন রেজা, কুমিল্লা সরকারি কলেজ
দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নুরুর রহমান, প্রতিবিম্ব থিয়েটারের সভাপতি ও সংলাপ কুমিল্লার পরিচালক মঞ্চপুরুষ শাহজাহান চৌধুরী, নাট্যকর্মী এইচ আর অনিক, কুমিল্লা কলেজ থিয়েটারের সভাপতি ও হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আনোয়ারুল হক, কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সাকিব।
আলোচনার পর পরই শুরু হয় নাটক। এক যুগ পূর্তিতে কলেজ থিয়েটার তাদের ১৫তম প্রযোজনায় মঞ্চস্থ করে চাঁদ পালঙ্কের পালা। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন আতিকুর রহমান সুজন। পরে “যুগ সারথি” নামে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।