Doinik Bangla Khobor

কুমিল্লায় নাদিম হত্যায় আসামিরা ধরাছোয়ার বাহিরে,দ্রুত গ্রেপ্তারের দাবি

মামুন মজুমদার,কুমিল্লা :
কুমিল্লায় ২৪ মামলার আসামী যুবলীগ কর্মী নাদিম হোসেন হত্যার এক সপ্তাহ পার হয়েছে।এখনও খুনীরা রয়েছে ধরাছোয়ার বাহিরে।গতকাল সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী বলেন,আসামিদের গ্রেপ্তার করতে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে।এদিকে নিহতের পরিবার ও এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
গত ২৬মার্চ সকাল ৮ ঘটিকার সময় কুমিল্লা সদর দক্ষিন উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের বাটপাড়া এলাকার ইদু মিয়ার ছেলে মোঃ নাদিম হোসেনকে (৩৫) গলা,বুক,হাত ও পায়ে
এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।হত্যাকান্ডের ২য় দিন ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন তার বাবা ইদু মিয়া।মামলায় প্রধান আসামি করা হয়েছে দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ ইলিয়াছ মিয়াকে।জানা গেছে,পশ্চিম জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতি দুইটি পক্ষ নিয়ন্ত্রণ করে।এক পক্ষে রয়েছেন দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া এবং অন্যপক্ষে রয়েছেন ইউপি চেয়ারম্যান হাসমত উল্লা হাসু।নিহত নাদিম ছিলেন
ইউপি চেয়ারম্যান হাসমত উল্লা হাসুর অনুসারী। এদিকে হত্যাকান্ডের দিন পুলিশ এ মামলার ১৮ নাম্বার আসামি আব্দুল মান্নাকে গ্রেপ্তার করে।