Doinik Bangla Khobor

কুমিল্লার লালমাইয়ে কালবৈশাখী ঝড়ে বাড়ি-ঘর লন্ডভন্ড

লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলায় গতকাল শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। ভূলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া গ্রামের কাঠ মিস্ত্রি মো. আবুল কালাম মিয়ার ঘরে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আবুল কালাম মিয়া জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়,কাঠমিস্ত্রি আবুল কালাম তার ছেলে কাঠমিস্ত্রি মোহাম্মদ নয়ন হোসেনের দুটি থাকার ঘর গতকাল রাতের কাল বৈশাখী ঝরে তুফানে পড়ে যায়। আবুল কালামের ঘরটি ঝড়ের প্রচন্ড বাতাসে অন্যদিকে বাড়িতে গিয়ে তার ঘরের অংশবিশেষ পড়ে থাকতে দেখা যায়।

জানা যায় মোহাম্মদ নয়ন হোসেনের ছেলে পাঁচ বছর বয়সী গত কালকে রাত্রের কাল বৈশাখি ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে আহত হয়। তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে বলে জানা যায়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম, সাবেক ভূলইন বৃহত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মোল্লা, স্থানীয় ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান প্রমুখ।