কুমিল্লার মুরাদনগরে বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

দুর্ঘটনা

মোঃ‌ আশেক মিয়া :
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদরে বৃহসপতিবার (০২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আক্তার হোসেন মেম্বারের বাড়ীর পাশে নুরুল ইসলাম (কালা মিয়ার) বাড়িতে এ ঘটনা ঘটে।বালতির পানিতে ডুবে রোহান নামের অই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুটি উপজেলা সদরের ওমান প্রবাসী মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ীর ওঠানে রোহানকে বসিয়ে রেখে কাজ করতে গিয়েছিলেন তার মা।
তখন সবার অগোচরে উঠানে থাকা পানিভর্তি বালতিতে ডুবে যায় সে।
পরে পার্শবর্তী বাড়ীর শাকিল নামের এক যুবক তাকে ডুবে থাকা অবস্থায় দেখতে পায় এবং তাকে উদ্ধার করে স্বজনদের সহায়তায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নির্বাহী কর্মকর্তা জানান-“আমাদের কাছে বেলা ১২ টার দিকে শিশুটিকে নিয়ে আসেন তার প্রতিবেশী ও স্বজনেরা,তবে তখন অনেক দেরি হয়ে গিয়েছি।আমাদের এখানে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে”।

ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক,এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published.