Doinik Bangla Khobor

কুমিল্লার তিতাসে সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দিলেন ইউএনও

তিতাস (কুমিল্লা)  প্রতিনিধি :

কুমিল্লার তিতাসে সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর)  দুপুর ২ টায় জাতাীয় পার্টির মনোনীত প্রার্থী ফরম জমা দিতে উপজেলা সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের কার্যালয়ে প্রবেশ করেন। সাথে সাথে সাংবাদিকরাও প্রবেশ করেন।  এসময় ইউএনও সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ছবি তুলতে বাঁধা দেন। গতকালও একই আচরণ করেন।  সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিতে কি সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ আছে কিনা কিংবা এমন কোন প্রজ্ঞাপন আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি ছবি তুলতে দিবো না। সাথে সাথে  সাংবাদিকরা ইউএনও অফিস ত্যাগ করে প্রতিবাদ করেন এবং নিউজ বর্জনের সিদ্ধান্ত নেন। পরে তিতাস প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন ও তিতাস

উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুককে ডেকে ছবি ও নিউজ সংগ্রহের অনুরোধ করলে সাংবাদিকরা তা প্রত্যাখান করেন।

উপস্থিত সুধী মহল বিষয়টির নিন্দা জানান।