Doinik Bangla Khobor

কুমিল্লার তিতাসে ‘নিরাপদ চিকিৎসা চাই’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

তিতাস প্রতিনিধি :
তিতাসে নিরাপদ চিকিৎসা চাই’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ আগস্ট বুধবার বাদ মাগরিব বাতাকান্দি বাজারের মাহাবুব ডেন্টাল কেয়ারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও প্রভাষক হালিম সৈকত।

সভাপতিত্ব করেন, নিচিচা তিতাস উপজেলা শাখার আহ্বায়ক ডা: মাহাবুব। সঞ্চালনা করেন, নিচিচা কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহাজাহান মুন্সী, বাতাকান্দি সরকার সাহেব আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য তোফায়েল সিকদার ও বাতাকান্দি বাজারের ব্যবসায়ী আ: লতিফ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ২০১৮ সালের এই দিনে সঠিক চিকিৎসার অভাবে যুবরাজ খানের শিশুপুত্র জাবির নওশাদ খানের মৃত্যু হয়। ওই দিনই তিনি “নিরাপদ চিকিৎসা চাই” সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আজকে দেশের ৫৮ টি জেলায় নিরাপদ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর আকালিয়া গাউসূল আজম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: আনিছুর রহমান সুন্নী আল-কাদরী।