কুমিল্লার তিতাসে দরিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী, নগদ অর্থ ও ঈদের পোশাক বিতরণ

অন্যান্য

হালিম সৈকত, কুমিল্লা থেকে :
সামাজিক উন্নয়ন ও দরিদ্র মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংস্থা “দরিদ্র কল্যাণ সংস্থা” ডিকেএস এর উদ্যোগে এতিম, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী, নগদ অর্থ ও ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।

২৪ এপ্রিল রবিবার বিকেল ৩ টায় শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। নিম্ন আয়ের মানুষ নাজিরকে মুদি দোকান দেবার জন্য নগদ ৩৬ হাজার টাকা, প্রতিবন্ধী ইমনকে নগদ ২ হাজার টাকা, দুটি মাদ্রাসার ৪০ জন ছাত্রের ঈদের পোশাক প্রদান করা হয় এবং ১০০ জন অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ঈদ সামগ্রী।

অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার। সভাপতিত্ব করেন

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও পল্লী চিকিৎসক মোঃ শামছুল হুদা। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.