Doinik Bangla Khobor

কুমিল্লার চৌদ্দগ্রামে যুবককে কুপিয়ে হত্যা, আটক – ৪

চৌদ্দগ্রাম প্রতিনিধি :
তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ই মে রবিবার শিপন (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিপন উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামের আমির হোসেনের ছেলে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

এবিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ জানান নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।