Doinik Bangla Khobor

কুমিল্লায় ভিজিটের নমুনা আর হাব-ভাবে বুঝায় এমবিবিএস বাস্তবে ভূয়া এমনই ৫ ডাক্তার র‌্যাবের অভিযানে আটক

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা বিশেষজ্ঞ কিংবা কোন রকম ডিগ্রী ছাড়াই ভিজিট নেয়া ডাক্তার তারা। এমবিবিএস হাবভাব ও বাহারী লেবাসে নিজস্ব চেম্বারে বসেই ভিজিটের বিনিময়ে রুগী দেখতেন তারা। অতঃপর কুমিল্লা র‌্যাবে-১১ সিপিসি-২ এর অনুসন্ধানে আটকা পড়ে জেলে যেতে হলো এই ৫ জনকে

কুমিল্লার কোতয়ালী থানাধীন তেলিকোনার ‘‘অমিত মেডিকেল হল” এবং কালির বাজারস্থ ‘‘হৃদয় ফার্মেসী”তে বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ভূয়া ডিগ্রীধারী ডাক্তার পরিচয় প্রদানকারী পাঁচজন প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লার
কোতয়ালী থানার দীগাম্বরী তলার মৃত চন্দ্রমোহন দেবনাথ এর ছেলে ১। অজিত কুমার দেবনাথ(৬৩);
একই থানার সুজানগরের মমতাজ উদ্দিন আহমদ এর ছেলে ২। জসিম উদ্দিন আহমদ(৪২) চকবাজারের
মোঃ এরশাদ আলীর ছেলে ৩। মোঃ আমিনুল হাসান তারেক(২৫); কাপ্তান বাজারের মৃত এ.কেফজুল হক এর ছেলে ৪। এ.কে.এম মোজাম্মেল হক(৪৩) এবং পূর্ব বাগিচাগাঁওয়ের মৃত নিরাংশু দাস এর ছেলে ৫। দেবাশীষ দাস(৪১)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ বিএমডিসি
কতৃর্ক অনুমোদিত কিংবা একাডেমিক সার্টিফিকেটধারী কোন রেজিষ্টার্ড ডাক্তার না হয়েও নিজেদেরকে ডিগ্রীধারী বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রাদান করে আসছে বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।