Doinik Bangla Khobor

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হোটেল সোনালীতে অভিযান ১২ নারীসহ আটক ১৩

কুমিল্লা প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরঝুলি এলাকার আলোচিত হোটেল সোনালিতে অভিযান চালিয়ে ১২ জন পতিতাসহ ১ জন পুরুষকে আটক করে পুলিশ
। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হোটেল সোনালিতে দীর্ঘদিন ধরে পতিতা ব্যবসা করে আসছে একটি প্রভাবশালী মহল। এলাকার লোকজন বিভিন্নভাবে আইনশৃংখলা বাহীনির সদস্যদের তথ্য দিয়ে ও কোনো প্রতিকার পায়নি। স্থানীয় এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, হোটেল মালিক প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে প্রতিবাদ করার মতো সাহস পাচ্ছেনা কেউ। হোটেল মালিক  বিভিন্ন মহলকে ম্যানেজ করার মাধ্যমে দীর্ঘদিন এই ব্যবসা করার কথাও জানান অনেকে। গত সোমবার সন্ধ্যায় আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজা মতিন, মাহমুদ হাসান রাসেল এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ জন পতিতা ও ১ জন পুরুষ সদস্যকে আটক করেন। আটককৃতরা হলেন, হোটেল কর্মচারী ইব্রাহীম, সালমা আক্তার, সাদিয়া আক্তার, সীমা আক্তার, রিয়া আক্তার, মরীয়ম, মারিয়া, শীলা আক্তার, সাথী আক্তার, রুপা আক্তার, কনা খাতুন, শারমীন আক্তার ও প্রিয়া আক্তার। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন বলেন, অভিযান চালিয়ে ১২ জন নারী ও ১ জন পুরুষকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, আটককৃতদেও বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়।