Doinik Bangla Khobor

কুমিল্লায় গোমতী নদীর বাঁধ সুরঙ্গ করে কেটে নগরীরকে হুমকির মুখে ফেলার অভিযোগ এলাকাবাসীর

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শুভপুর ও চাঁদপুর এলাকার বাঁধ কেটে সুরঙ্গ করে স্থায়ীভাবে লোহা ও প্লাস্টিকের পাইপ দিয়ে ওই এলাকার জলাশয় ভরাটের প্রস্ততি চলছে পুরোদমে।বাঁধের নীচ দিয়ে পাইপ বসানোর কারনে গোমতী নদীর বাঁধটি চরম হুমকির মুখে পরেছে। অপরদিকে জলাশয়টি ভরাট করা হলে পাশ্ববর্তী চাঁদপুর ও শুভপুরের প্রায় ৫ হাজার বাড়ীঘরে স্হায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে বলে স্হানীয় বাসিন্দারা জানিয়েছেন। এছাড়া স্হল বন্দরের সাথে যোগাযোগের সড়কটিও নষ্ট হয়ে যাবে সহসাই। অবৈধ আতাতে চোখে কাঠের চশমা লাগিয়েছে পানি উন্নয়ন বোর্ড?
অপরদিকে অভিযোগ রয়েছে চাঁদপুরের শত শত বছরের পুরনো বিশালকায় ভাবনা পুকুরটিও ভরাটের পায়তারা করছে একদল ভূমিদস্যুরা।স্হানীয় বাসিন্দারা ভূমি দস্যুদের ভয়ে ভীতি অসহায় স্হানীয় বাসিন্দারা।

এ বিষয়ে জেলা প্রশাসন ও কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।