Doinik Bangla Khobor

কুমিল্লায় এক ব্যবসায়ী ও তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন এড.হোসনেয়ারা বকুল

অনলাইন নিউজ ডেস্ক :
কুমিল্লা নুরজাহান হোটেলের মালিক মো: রাশেদুজ্জামান রাশেদ, অন নিউজ ২৪.কম এর সম্পাদক হুমায়ুন কবির রনি, আজকের কুমিল্লা ডট কম এর সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও অন নিউজ ২৪.কম এর প্রধান প্রতিবেদক জহিরুল হক বাবু’র বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা দায়ের করেছেন এডভোকেট হোসনেয়ারা বেগম বকুল। আসামিদের নিজস্ব অনলাইন মিডিয়া পোর্টালে মানহানিকর মিথ্যা সংবাদ প্রচার করায় তিনি মামলাটি দায়ের করেন। ৯ ফেব্রুয়ারি রোববার কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ১নং আদালতের বিচারক ইরফানুল হক দন্ড বিধির ৫০০ ধারায় এডভোকেট হোসনেয়ারা বেগম বকুলের মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে তদন্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দেন। এজাহারে উল্লেখিত ঘটনার বিবরণে জানা যায়, মামলার বাদী এডভোকেট হোসনেয়ারা বেগম বকুল কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। গত ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৯টায় কুমিল্লা ক্যান্টমেন্ট বোর্ড বালক হাইস্কুলের গাড়ি পার্কিংয়ের স্থানে প্রথম আসামীর গাড়ির চালক বাদীর পার্কিং করা গাড়িতে সজোরে ধাক্কা দেয় এতে করে বাদীর গাড়ির প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তখন স্থানীয় লোকজন গাড়ি চালককে মারধর করতে গেলে সেখান থেকে চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রথম আসামী (হোটেল নুরজাহানের মালিক) রাশেদের নির্দেশনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে অন নিউজ ২৪.কম এর সম্পাদক হুমায়ুন কবির রনি, আজকের কুমিল্লা ডট কম এর সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও অন নিউজ ২৪.কম এর প্রধান প্রতিবেদক জহিরুল হক বাবু তাদের নিজস্ব অনলাইন গনমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অবস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এবং ফেইসবুকে প্রচার করে বাদীর মানহানী করে। যা প্রচারের পর বাদীর সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয় ও তাঁর আত্মীয় স্বজন নির্বাচনী এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মারাত্মক সম্মানহানী হয়। এ বিষয়ে মামলার বাদী এডভোকেট হোসনেয়ারা বেগম বকুল জানান, বিষয়টি অত্যন্ত অপমানজনক। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করায় আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। এডভোকেট হোসনেয়ারা বেগম বকুলের পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট সুবীর নন্দী বাবু ও বিজ্ঞ আইনজীবীবৃন্দ।