Doinik Bangla Khobor

করোনা ভাইরাস: সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ডেস্ক রিপোর্ট :
করোনা ভাইরাস কোনোভাবেই যেন বাংলাদেশে আসতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৭ জানুয়ারী সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আরো সতর্ক থাকতে হবে। যাতে আমাদের মধ্যে বিস্তার না ঘটতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- আরো সতর্ক থাকতে হবে। খেয়াল রাখতে হবে। চীন হয়ে যারা আসছেন, তাদেরকেও বিশেষ ভাবে দেখাশোনা করতে হবে। বিশেষ করে এয়ারপোর্ট এবং পোর্টে স্পেশাল কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখতে হবে, যাতে আমাদের মধ্যে বিস্তার না ঘটতে পারে। চীন কিংবা হংকং থেকে থেকে যেসব প্লেন আসবে সেগুলোতে বিশেষ নজর রাখতে হবে। চীনের সাথে সরাসরি যোগাযোগ হয় এমন পোর্টে বিশেষ নজর রাখতে হবে।