Doinik Bangla Khobor

কন্ঠ শিল্পী আসিফের প্রিয়ার জন্মদিন উদযাপন

বিনোদন ডেস্ক :
বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। ২০০১ সালের ২৯ জানুয়ারি প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। অ্যালবামটির ৬০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল। এ অ্যালবাম প্রকাশের পরই আকাশ ছোঁয়া তারকা খ্যাতি লাভ করেন। কোটি ভক্তের স্বপ্নের গায়কে পরিণত হন।

গতকাল বুধবার এই অ্যালবাম প্রকাশের ১৯ বছর পূর্তি। এ উপলক্ষে আসিফ আকবর তার অফিসিয়াল ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে স্মরণ করেছেন সেই দিনটি। পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি। স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—

‘শুভ জন্মদিন ও প্রিয়া তুমি কোথায়।

তুমি আছো তোমার মতো

তুমি থেকো তোমার মতো

আমি আছি আমার খোঁজে

তুমি থেকো সবার মাঝে…

ধন্যবাদ ও কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি। কৃতজ্ঞতা ইথুন বাবু ভাই, সাউন্ডটেক, বিপাশা আপা, বাবলু ভাই, আহমেদ রিজভী ভাই, পিন্টু ভাই, আমার স্ত্রী এবং রণ রুদ্রর প্রতি। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা শ্রোতাদের প্রতি। যারা আমাকে ভালোবাসেন। ভালোবাসা অবিরাম।