Doinik Bangla Khobor

এতিমদের মাঝে ইদ উপহার বিতরন করলেন, বিশিষ্ট শিল্পপতি জনাব আইউব আলী ফাহিম

রবিউল আলম,বিশেষ প্রতিনিধি :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে,আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কাওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন, উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা লতা হারবাল লিমিটেড কোম্পানির চেয়ারম্যান জনাব আইউব আলী ফাহিম।
গতকাল রাতে এশার নামাজের পর পুবাইলের পাকুরিয়া টেক সংলগ্ন মাদ্রাসায় এই উপহার সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন, আইউব আলী ফাহিমের ছোট ভাই শাফিজুল ইসলাম, তার পুত্র ইলিয়াস হোসাইন শান্ত, মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ মোঃ মাহমুদুল হাসান, ও মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।

উপহার সামগ্রী বিতরন শেষে আইউব আলী ফাহিম বলেন, বর্তমান তরুন প্রজন্মের মাঝে ধর্মীয় মুল্যবোধ ও মনুষ্যত্বের প্রতিফলন ঘটাতে নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই।

আর আমাদের দেশে এই নৈতিক শিক্ষার সর্বত্তোম মাধ্যম হল কাওমী মাদ্রাসা। ধর্মীয় শিক্ষাদানে কাওমি মাদ্রাসার গুরুত্ব অপরিসীম।
তিনি আর বলেন আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে, মহান রাব্বুল আলামিন আমাকে ইসলামী শিক্ষাদানের এমন একটি পবিত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার তৌফিক দান করেছেন, এবং এতিমদের সেবাদানের এমন মহৎ একটি কাজের সাথে সম্পৃক্ত করেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।

উল্লেখ্য এ সময় তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষকদের যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেন এবং মাদ্রাসার পাঠদান সম্পর্কে তদারকি করেন।