Doinik Bangla Khobor

উৎপাদন বাড়লে বাংলাদেশকে দ্রুত ভ্যাকসিন দিতে পারবো

ডেস্ক রিপোর্ট :
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে দ্রুত ভ্যাকসিন দিতে পারবো। আমরা বাংলাদেশের মত গুরুত্বপূর্ণ বন্ধুদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি।

শুক্রবার ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, কোভিডের মধ্যেও গত এক বছরে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বৃদ্ধি পেয়েছে। আশা করি এ ধারা অব্যাহত থাকবে। ভারতের মতো বাংলাদেশও কোডিডের বিরুদ্ধে লড়াই করছে। এই সময় বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হব।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ। এর আগে গত ১৮ জুলাই বিক্রম দোরাইস্বামী আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে যান।