Doinik Bangla Khobor

আশুলিয়ায় প্রাইভেট কারে তুলে নিয়ে তরুণীকে গণধর্ষণের চেষ্টা, অভিযুক্তরা পলাতক

মানসুরা আক্তার কাকলী :
করেসপন্ডেন্ট: প্রাইভেট কারে
উঠিয়ে জনশূন্য বাড়িতে ডেকে
নিয়ে আশুলিয়ায় এক তরুণীকে (২৫)
গণধর্ষণের চেষ্টার অভিযোগ
পাওয়া গেছে। সোমবার (২৩ মার্চ)
সন্ধ্যায় আশুলিয়ার গণকবাড়ি
এলাকায় এ গণধর্ষণের চেষ্টার ঘটনা
ঘটে। ভুক্তভোগী তরুণী এ ঘটনায়
আশুলিয়া থানায় একটি অভিযোগ
দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- সন্ধ্যানী লাইফ
ইন্সুরেন্সের আশুলিয়ার গণকবাড়ি
শাখার ইনচার্জ মো. নাসিম (৩২), মৃত
আবুল বাশারের ছেলে মো. জামাল
(৪০), মো. শাহরিয়ার (৩০), মো.
ফোরকান (৩০) ও মো. রিপন (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়,
অভিযুক্ত নাসিম ও জামাল
ভুক্তভোগী তরুণীর পূর্ব পরিচিত।
তাদের সাথে ওই তরুণীর টাকার
লেনদেন আছে। গত ২৩ মার্চ সন্ধ্যায়
ভুক্তভোগী তরুণীকে অনুষ্ঠানের
কথা বলে হাসেম প্লাজার সামনে
থেকে প্রাইভেট কারে উঠিয়ে
একটি জনশূন্য বাড়িতে দাওয়াত
করে নিয়ে যায় সন্ধ্যানী লাইফ
ইন্সুরেন্সের আশুলিয়ার গণকবাড়ি
শাখার ইনচার্জ মো. নাসিম। কিন্তু
বাসায় অভিযুক্তরা ব্যতীত কোন
লোকজন না থাকায় ওই তরুণী চলে
আসার চেষ্টা করলে নাসিম,
জামাল, শাহরিয়ার, ফোরকান ও
রিপন মিলে তাকে খারাপ কাজের
প্রস্তাব করে। তাদের প্রস্তাবে
রাজি না হওয়ায় তরুণীকে মারধর
করে এবং নাসিম ও জামাল তাকে
বার বার জড়িয়ে ধরে ধর্ষণের
চেষ্টা চালায়। এসময় তরুণীর
পরিহিত কাপড় ধরে টানা হেচড়া
করে। বাধা দিলে অভিযুক্ত নাসিম
লাঠি দিয়ে আঘাত করে তরুণীর
মাথায় রক্তাক্ত জখম করে। পরে
ধর্ষণে ব্যর্থ হয়ে রাত ১০ টার দিকে
তরুণীকে বিভিন্ন হুমকি দিয়ে বাসা
থেকে বের করে দেয়। পরে আহত
অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে
চিকিৎসার জন্য ধামরাই উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে
অভিযুক্ত নাসিমের মোবাইলে
একাধিকবার কল করা হলেও তিনি
ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী
কর্মকর্তা আশুলিয়া থানার উপ-
পরিদর্শক (এসআই) মহির উদ্দিন
জানান, গণধর্ষণ চেষ্টার অভিযোগে
একটি অভিযোগ পত্র পেয়ে
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন
করেছি। তবে অভিযুক্তদের বাসা ও
অফিস তালাবদ্ধ অবস্থায় পাওয়া
গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত
ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও
জানান তিনি।