Doinik Bangla Khobor

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

মোঃ শাকিল আহমেদ

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে। আশুলিয়ার বহুল আলোচিত ও স্বনামধন্য আশুলিয়া রিপোর্টার্স ক্লাব মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা রপ্তানি প্রতিক্রিয়াকরন এলাকায় বেপজা পাবলিক এন্ড স্কুল কলেজ এর শহীদ মিনারে আজ শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন,এসময়ে আরো উপস্থিত ছিলেন । সহ-সভাপতি নূর হোসেন সহ-সভাপতি বাবুল খান ,সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মদ, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য শাহাদাত সরকার , জাহাঙ্গীর প্রধান ,সুচিত্রার রায় , রশিদ মিয়া,রিপন ,নদী আক্তার, আশা চৌধুরী দেলোয়ার হোসেন নাসিম খান,সহ সদস্য গন উপস্থিত ছিলেন । এ সময় শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন পুর্বক এক মিনিট নিরবতা পালন করেন শাহ আলম ও কামাল হোসেন, শাকিল আহমেদ, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তারা বলেন যে মহান মাতৃভাষার জন্য বাংলার সূর্য সন্তান শহীদগন তাঁদের বুকের তাজা রক্ত ও প্রাণ দিয়ে আমাদের জন্য মাতৃ ভাষা ছিনিয়ে এনেছেন, আজ তাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।তাই আমরা সাংবাদিক হিসেবে আমাদের এই মহান মাতৃভাষা কে সর্বজনীন আবে পৌঁছে দিতে হবে সবার মাঝে।