Doinik Bangla Khobor

আমার দ্বারা যখনি কারো উপকার হবে-তখনি আমি সফল………..শাহজালাল মজুমদার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক মোঃ শাহজালাল মজুমদার বলেন-শুধু রাজনীতি আর নিজের স্বার্থটাকে বড় করে দেখলে হবে না,দেখতে হবে আমার দ্বারা কারো উপকার হচ্ছে কিনা।একজন মানুষ যখন উপকারিতার সম্মুখীন হয়, তখন তাঁহার আত্বাটিও শান্তি পায়।আমি এই যাবত কালে যখনি যেটুকু পারছি,সাধ্যমতে মানুষের উপকারই করছি।আমি নেতা হওয়ার পিচনে যার ভূমিকা অপরিসীম সেই প্রিয়নেতা মুজিবুল হক মুজিব-এমপি যখনি বলেন জালাল এই জিনিসটা আমি পাঠিয়েছি তুমি বন্টন করো,আর তখনি আমার মধ্যে চটপট শুরু হয়ে যায়।এর কারণ-যত দ্রুততম সময়ে মানুষের দোরগড়ায় প্রেরিত সামগ্রীগুলি পৌঁচবে ঠিক তত তাড়াতাড়ি ঐ কাংখিত মানুষটিও উৎসর্গিত হবে।পরে এই নেতা দক্ষিণ কুমিল্লার গণমানুষের কল্যাণের কথা চিন্তা করে আরো বলেন-এভাবেই কাজ করে জীবনটাকে চিরতরে বিদায় দিতে চাই।আমার কষ্টার্জিত অর্থ ও ত্যাগের কারণে যদি কোনো মানুষের সত্যিকার উপকার হয়,তখন আমার মুখে থাকবে সর্বদা এমন হাসি।